রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি হেরোইন উদ্ধার,আটক -১
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: আজ ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষারিয়াদহ চরকানাপাড়া গ্রাম হতে রাত্রি ০৩:৩০ টায় ০৩ কেজি হেরোইন উদ্ধার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
অভিযুক্তের নাম মোসাঃ সিমা বেগম (৩৫)। সে গোদাগাড়ী থানার চরকানাপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের স্ত্রী।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ আঃ রহিম অফিসার ও ফোর্স-সহ আজ ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৩:৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষারিয়াদহ ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষারিয়াদহ ইউনিয়নের চরকোনাপাড়া গ্রামে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসত ঘরে রেখেছে । এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী জনাব মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আঃ রহিম অফিসার ও ফোর্স-সহ আজ ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাত্রি ০৩:৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ডিবি পুলিশ নারী পুলিশের সহায়তায় আসামী মোসাঃ সিমা বেগম (৩৫) কে তার শয়ন ঘরের ভিতর আটক করেন। তার স্বামী অপর আসামি মোঃ মতিউর রহমান শয়ন ঘরের টিনের চালা ভেঙে কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামি নিজ হাতে তার ঘরে থাকা ষ্টিলের বাক্সের মধ্য হতে তিন প্যাকেটে বাদামি বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ০৩ কেজি।
প্রসঙ্গত উল্লেখ্য, ধৃত আসামি ১। মোসাঃ সিমা বেগম (৩৫) ও পলাতক আসামী ২। মোঃ মতিউর রহমান (৩৮) দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com