মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
রাজশাহীতে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০জন সিএনজি চালক আহত হয়েছেন।
সিএনজি চালকরা বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে সিএনজি স্ট্যান্ডে উপস্থিত হলে বেশ কিছু বাস শ্রমিকরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুর ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। এ সময় বেশ কিছু চালক আহত হয় এবং হামলাকারীরা স্ট্যান্ডে থাকা গাড়িগুলো ভাঙচুর করে।
আহত সিএনজি চালক সাদিকুল ইসলাম সাদেক অভিযোগ করে বলেন, হামলাকারীরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের সমর্থক ছিল। তারা এখনো আগের মত রাজত্ব কায়েম করতে চায়। এই কারণে নিরীহ শ্রমিকদের ওপর তারা হামলা চালিয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের ট্র্যাফিক ইন্সপেক্টর আবু হেনা মোস্তফা নোমান বলেন, সিএনজি চালক ও বাস শ্রমিকদের এই দ্বন্দ্ব অনেক দিনের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল ৮টা থেকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল রাজশাহী থেকে সকল গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেন।পুলিশি হস্তক্ষেপে ৫ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু হয়েছে।