মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
বিভাগীয় মহানগরী রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো রাজশাহীর সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে, সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী কোট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বেসরকারি সংগঠন পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মহানগরীর বিভিন্ন শহীদ মিনার গুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।