রাজশাহীতে বাসচাপায় মায়ের সামনে শিশুর মর্মান্তিক মৃত্যু
ডেক্স রিপোর্টঃ রাজশাহীতে মায়ের সামনে বাসচাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসটি ওই শিশুর শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা মোড়ে।
দুর্ঘটনার পর ছোট আরেক মেয়েকে নিয়ে শিশু মারিয়ার লাশের পাশে সড়কে বসেছিলেন তার মা। এ সময় বিক্ষুব্ধ লোকজন ভদ্রা মোড়ে কয়েকটি বাস ও আন্তজেলা বাসের টিকিট কাউন্টার ভাঙচুর করে। পরে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নগর পুলিশের কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিশু মারিয়া রাজশাহী নগরীর মেহেরচণ্ডি দায়রাপাক এলাকার হাসান মোল্লার মেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় চড়ে সাহেববাজার যাচ্ছিলেন নিহত মারিয়ার মা। ভদ্রা মোড়ের অটোরিকশা স্ট্যান্ডের কাছে অন্য একটি অটোরিকশা তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারিয়া ছিটকে পড়লে পদ্মা নামে একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘পদ্মা বাসটি নওগাঁর। দুর্ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। পরিস্থিতি এখন শান্ত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা করা হবে।’
সুঃ আ/প/নি/রা/২৯