মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বিজয় র্যালীটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্টে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এর আগে নগরীর হেতেম খাঁ, জাদুঘর মোড়, লক্ষীপুর ও বিন্দুর মোড় রেলগেট থেকে বিভিন্ন থানা ভিত্তিক র্যালি বের হয়ে আলুপট্টি মোড়ে এসে প্রধান র্যালীর সাথে মিলিত হয়।
বিজয় র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী। রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় বিজয় র্যালী ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, যুব সম্পাদক সালাহউদ্দিন আহমেদসহ রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীররা।
সভাপতির বক্তব্যে মাওলানা ড. কেরামত আলী বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। জামায়াতে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর।
ইমাজ উদ্দীন মণ্ডল বলেন, আমাদের বিজয় অর্জিত হয়েছে রক্ত দিয়ে। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।
অধ্যাপক শাহাদাত হোসাইন বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com