মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
রাজশাহী মহানগর ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশের স্বপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি হলেন, ছাত্রলীগ কর্মী আকিফ-ই-রাব্বি। তার বাড়ি নগরীর সাগরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার গোলাম নবীর ছেলে।
পুলিশ জানায়, রাব্বি রাজশাহীর মহানগর যুবলীগের নেতা ও দুহাতে পিস্তল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারী জহিরুল ইসলাম রুবেলের সহযোগী।
সোমবার বিকেল সাড়ে ৪টায় নগরীর লোকনাথ স্কুলের মোড় থেকে তাকে ধরে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যায়।