রাবি প্রতিনিধি:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যাকাত বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন। গত ২১ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
জারীকৃত প্রজ্ঞাপনে বলা হয়, "ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ০৯ নভেম্বর ২০২৩ তারিখের ১৬,০০,০০০০.০০৪.০১.১১৩.২১-৩৫৫ নম্বর প্রজ্ঞাপনমূলে গঠিত যাকাত বোর্ড বাতিলপূর্বক যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৪ (১) ধারা অনুযায়ী ১৩ (তেরো) সদস্য বিশিষ্ট যাকাত বোর্ড নিম্নরূপভাবে গঠন করা হলো।"
যাকাত বোর্ডের সদস্যগণের মেয়াদকাল প্রজ্ঞাপন জারীর তারিখ হতে আগামী ৩ বছর পর্যন্ত থাকবে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অধ্যাপক মো. নিজাম উদ্দীন বলেন, "যাকাত ব্যবস্থা ইসলামের একটা বড় বিষয়। যাকাত সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিগত সময়ে দেশের যাকাত ব্যবস্থাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। প্রকৃতপক্ষে দেশের গরীবদের মাঝে সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে দারিদ্রের হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আমি যাকাত বোর্ডের সদস্য হিসেবে সেই জায়গাতে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে চাই।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com