আনসার আলী তালুকদার, নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত মোহনপুর টিটিসিতে ASSET প্রকল্পের আওতায় যুব ও যুব মহিলাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার প্রশিক্ষণ প্রদানে পাঁচটি ট্রেডের কোর্সে লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষ্যে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ করা হয় চলতি মাসের ০১ অক্টোবর হতে ২৭ অক্টোবর তারিখ পর্যন্ত। মোট পাঁচটি কোর্সে সর্বমোট ৩০৭ জন ফরম উত্তোলন করেন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ২৬৬ জন প্রশিক্ষণার্থী।
সোমবার (২৮ শে অক্টোবর) সকাল ১০ টা হতে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত কম্পিউটার অপারেশন এবং মোটর ড্রাইভিং ট্রেডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরে ১০ টা ৪০ মিনিট হতে ১১ টা ১০ মিনিট পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেইন্স, সিভিল কনস্ট্রাকশন (মেশিন) ট্রেডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ২৬৬ জন প্রশিক্ষনার্থীর মধ্যে ১২৫ জনক মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে।
জানতে চাইলে মোঃ সাখাওয়াত হোসেন অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) বলেন, ASSET প্রকল্পের আওতায় বাজেট প্রাপ্তি সাপেক্ষে ভর্তি কৃত প্রশিক্ষণার্থীদের নিয়মিত উপস্থিতির ভিক্তিতে সাধারণ পুরুষ প্রশিক্ষণার্থীদের প্রতিমাসে ১৫০০ টাকা হারে এবং নারী প্রশিক্ষণার্থীদের ২০০০ হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে এবং দৈনিক ১০০ টাকা হারে মাসে সর্বোচ্চ ২২০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করতে পারলে সরকারি সনদ প্রাপ্ত হবে এবং একজন দক্ষ জনশক্তি তৈরি হয়ে দেশ বিদেশে কর্মের সুযোগ পাবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com