আনসার আলী তালুকদার স্বাধীন, নিজস্ব প্রতিবেদক: মোহনপুরের বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডে-নাইট (পা-গোলি) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডে-নাইট (পা-গোলি) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ ডে-নাইট (পা-গোলি) ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয় গত ৬ অক্টোবর এবং শুক্রবার (২৫ শে অক্টোবর) বিকালে বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কেশরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি শমসের আলীর সভাপতিত্বে এবং ওমর ফারুকের সঞ্চালনায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে “তিন বন্ধু ড্রাইভার ফুটবল দল” এবং “রানা একাদশ ফুটবল দল”। এ ফাইনাল খেলায় ০/১ গোলের ব্যবধানে “তিন বন্ধু ড্রাইভার ফুটবল দল” চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় “রানা একাদশ ফুটবল দল”। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের সবুজ। এ খেলায় আব্দুর রহিমের রেফারিতে লাইন্স ম্যানের দায়িত্ব পালন করেন নয়ন এবং রাসেল।
বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এই ডে-নাইট (পা-গোলি) ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ দুলাল, বাবুল আক্তার, জালাল উদ্দিন, নাসির উদ্দিন রুবেল, শাফিউল ইসলাম রাসেল, নাজিম উদ্দিন সাফা, শাহাদত হোসেন সবুজ, আব্দুস সামাদ, মাসুদ রানা সহ প্রমুখ।
এ ডে-নাইট (পা-গোলি) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রতিটি দলের প্রত্যেকটি খেলুয়াড়কে মেডেল পরানো হয় এবং খেলায় উপহার হিসেবে দুই দলের অধিনায়কের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।