মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
মোঃ রিপন শেখ ভাঙ্গা( ফরিদপুর )প্রতিনিধিঃ
ফরিদপুর -বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলা শংকর পাশা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ জাফর ফকির (৬০) একজন নিহত হয়েছেন। নিজ বাড়ি থেকে জনৈক আত্মীয়কে নিয়ে মোটর সাইকেল যোগে ফরিদপুর উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১ দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর ফকির ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের পীরের চর গ্রামের মোঃ মৃত্য আইজউদ্দিন ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান, জাফর ফকির সকাল এগারোটার দিকে মোটরসাইকেল যোগে এর বাড়ি থেকে আত্মীয়কে নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরকান্দাথানাধীন শংকরপাশা নামক স্থান গেলে বীপরিত দিক থেকে আসার (রয়েল পরিবহন) একটি বাস যার রেজিঃ ঢাকা -মেট্রো ব-১৫-৯৩১৬ এর চালক গাড়িকে ওভারটেক করা সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালকসহ আরোহী গুরতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহত জাফর ফকিরের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com