মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি
মোংলায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন (SDDB) প্রকল্পের আয়োজনে সাংবাদিক, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন কমিটির প্রতিনিধিদের সাথে কারিতাস খুলনা অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মোংলা কলতান শিল্পী গোষ্ঠী মিলনায়তনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলতান শিল্পী গোষ্ঠীর সমন্বয়ক জেমস শরৎ কর্মকার। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু। এছাড়া বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভি প্রতিনিধি আবুল হাসান, মোংলা টাইমস'র চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্যা অর্পা মল্লিক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ জনবসতি সমুদ্র বন্দর মোংলায় প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল ও থেরাপি সেন্টার খুবই প্রয়োজন। তাই সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দাতা সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবিকভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে এ প্রোগ্রামটি মিতা হালদারের সঞ্চালনায় সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com