মাজিদ আল মামুন, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ এখলাছ মিয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত এখলাছ গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
শনিবার (২৬ অক্টোবর), সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রাম থেকে এখলাছকে গ্রেফতার করেন র্যাব-১২ এর চৌকস একটি দল।
শনিবার বেলা ১১ টার দিকে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটারি চালিত অটোযোগে কাজীপুর হতে মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে বামুন্দী বাজারে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনার নেতৃত্বে একটি আভিযানিক দল বালিয়াঘাট গ্রামের তারিক মিয়ার বসত ঘরের উত্তর পাশের পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে এখলাছকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় এখলাছের কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী এখলাছ ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com