মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
হাটে বাজারে বিক্রি হওয়া মচমচে স্বাদের পাপর গুলো সবারই প্রিয় একটি মুখরোচক খাবার। পাপর তৈরি করা হয় মাসকলাই এর গুড়া, আতপচাউল এর গুড়া এবং খেসারি ডাউল দিয়ে।
তবে পাপর তৈরির উৎপত্তি স্থল খুলনা জেলার দক্ষিনডিহি স্থানে মুলত বিশ্বকবি রবীন্দ্রনাথ এর শশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্স এলাকায়। এখান থেকেই পাপর গুলো সারাদেশে বিক্রি হয়।আজ শুক্রবার ২৯শে নভেম্বর ব্যাবসায়ী সুমন কুন্ডু(৩৯) সাক্ষাৎ এ জানান আগের তুলনায় উৎপাদন বেড়েছে, তবে লাভ কমে গেছে।
তিনি আরো বলেন বর্তমানে পাপর উদপাদন কারীর সংখ্যা ৩০ ঘরের বেশি এবং কর্মচারীর সংখ্যা ৫০০ শ এর অধিক, তাদের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের আলাদা আলাদা নাম আছে।
বর্ষার সময় এগুলো বন্ধ থাকে এবং এই পাপর তৈরির কাজ হয় বছরের ৬-৮ মাস ব্যাপী। সুমন কুন্ডু আরো বলেন কাঁচা মাল এবং শ্রমিক খরচ বাদ দিয়ে ১০০-১৫০০ শ কেজিতে দৈনিক লাভ থাকে ৮০০-১০০০ টাকা। যা বর্তমান বাজারে পরিশ্রম হিসেবে খুবই সীমিত।
এবং তিনি আরো জানান পাপর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার, সেদিক থেকে ঐতিহ্য বর্তমানে ধরে রাখা গেলেও ভবিষ্যতে কি হবে জানেন না।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com