মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::
ওজন ও পরিমাপ মানদন্ড স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে মহেশখালীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় মহেশখালী পৌরসভার ডাক বাংলোর মোড় ও বড় মহেশখালীর নতুন বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দোকান গুলোতে ওজন ও পরিমাপ মানদন্ড সঠিক না থাকা এবং ওজন কম বেশি থাকায়; ওজন ও পরিমাপ মানদন্ড আইন২০১৮ এর ৪১, ৪৬ ও ৪৮ ধারায় ০৫ টি মামলায় ৫ জন দোকান্দারকে সর্বমোট ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত কুমার মল্লিক, মহেশখালী থানার এসআই মোশাররফ হোসেন, ভূমি অফিসের অফিস সহকারী মাঈনুল হাসান ও গণমাধ্যম কর্মীরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা সংবাদিকদের বলেন, ওজন ও পরিমাপ মানদন্ড স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে পাঁচ দোকানদারকে জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের ওজন ও পরিমাপ মানদন্ড সঠিক রাখার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, মহেশখালীর সকল বাজার পর্যায়ক্রমে এভাবে মনিটরিং করাসহ আমার এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com