নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি: এস এ উজ্জ্বল,
নওগাঁর মহাদেবপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ কৃষাণীরা।
মাঠে মাঠে চলছে আলুর ক্ষেত পরিচর্যার কাজ। গতকাল রবিবার উপজেলার শিবরামপুর, ধর্মপুর, ভালাইন, দোহালীসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে অনেক স্থানে কৃষকরা আলুর বীজ বপন করছেন। আবার অনেক স্থানে আগাম জাতের আলুর আগাছা পরিষ্কার করছেন। কৃষকের পাশাপাশি অনেক কৃষাণীকে এসব কাজ করতে দেখা গেছে।
উপজেলায় আগাম জাতের আলু অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বপন করা হয়। অনেক স্থানে রোপা আমন ধান কেটেও ওই জমিতে আলু চাষ করা হয়। অন্যান্য বছর এ সময় আগাম জাতের আলু জমি থেকে তোলা হয়। কিন্তু এবার অতি বৃষ্টি পাতের কারণে আলু চাষে কিছুটা বিলম্ব হয়েছে। আলুর দাম বৃদ্ধি পাওয়ায় এবার অনেক কৃষক আলু চাষে ঝুঁকেছেন।
এতে আলু বীজের ব্যাপক চাহিদা ও দাম বৃদ্ধি পেয়েছে। তবে এবার আলুর দাম বেশি পাওয়ায় বাড়তি দামে বীজ কিনে আলু চাষ করছেন কৃষকরা। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, গত কয়েক বছর আলুতে লোকশান খাওয়ার পর আরু চাষ বাদ দিয়েছিলেন।
এবার আলুর দাম বৃদ্ধি পাওয়ায় তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ১ হাজার ৮শ ৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যেই এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গতকাল রবিবার পর্যন্ত এ উপজেলায় ১ হাজার ৮শ ২০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
আগামী আরো ১০ দিন কৃষকরা আলু বপন করবেন। এতে আলু চাষের পরিধি আরো বাড়বে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এ পরিমাণ জমি থেকে চলতি মৌসুমে ৪৩ হাজার ৬শ মেঃ টনঃ আলু উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, উপজেলা কৃষি অফিস থেকে আলু চাষে সব ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com