মোঃ রিপন শেখ ,ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস আতাদী রেললাইন পাশ নামক স্থান থেকে নিকট থেকে অজ্ঞাত এক বৃদ্ধর (৫৫) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে বৃদ্ধর লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানা নিয়ে আসে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ । দুপুরে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে এক্সপ্রেসওয়ে আতাদি রেললাইনের নিকট থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার করি। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি পাগল বা প্রতিবন্ধী ছিল। মরদেহটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত যানা যাবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।