মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফখর উদ্দিন শেখ (৬০) নামক এক ব্যক্তি মারা গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) রাত ১১ টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে । তিনি ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত মানিক শেখের ছেলে।
মনসুরাবাদ এলাকার বাসিন্দা ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মনসুরাবাদ বাজার স্ট্যান্ডের নৈশ প্রহরী ফকরদ্দিন শেখ রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি পিক আপ তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার প্রতিবন্ধী এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে।