ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পথচারী এক বৃদ্ধ এবং মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে,মঙ্গলবার(২৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদি নামক স্থানে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল চালক শাওন বেপারী (১৯) নামক এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে। সে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার সেলিম ব্যাপারীর ছেলে ।
অন্যদিকে মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের এর সময় যাত্রীবাহী সার্বিক পরিবহনের ঢাকাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পথচারী নান্নু শিকদার (৭৫) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের মৃত আব্দুল কাশেম শিকদার এর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন বেপারী নামক এক যুবক এবং বেলা ১১ টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডে নান্নু সিকদার নামক একজন পথচারী বৃদ্ধ বাস চাপায় মারা গেছেন। আমরা ঘাতক বাসটি জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com