ভাঙ্গায় মালবাহী ট্রাকের ধাক্কা ভ্যানে থাকা এক যাত্রী নিহত
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ ঢাকা-খুলনা ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ড নামকস্থানে ভ্যানের পিছনে মাল বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা এক ব্যবসায়ী যাত্রী নিহত হয়। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে ৯ টার দিকে এই সংঘর্ষ ঘটনা ঘটে।এসময় মালবাহী ট্রাক ধাক্কা দিলে ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয়।
নিহত ব্যক্তি,ভাংগা উপজেলা হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত আব্দুল হাসিম শেখের ছেলে জাকির শেখ (৫৫)। নামক এক ব্যবসায়ী নিহত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানা এসআই( নিঃ) আব্দুল্লাহ আল বাকি জানায়,ভাংগা সুয়াদী নামকস্থানে একটি ট্রাক চালক দ্রুত বেপরোয়াগতিতে গাড়ীটি চালিয়ে যাওয়ার সময় ভ্যানে পিছনে স্বজোর ধাক্কায় দিলে ভ্যানে থাকায় যাএী জাকির শেখ( ৫৫) নামে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রাকটি আটক করা হয়েছে।মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এবং আইন শৃঙ্খলা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।