মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর ভাঙ্গা উপজেলা পৌর সদরের ভাঙ্গা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার বণিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন বিশ্বাস মৃত্যুতে বিভিন্ন মহল এর শোক প্রকাশ করেন।
রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার সময় ঢাকা আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।সে গত এক সপ্তাহ যাবৎ বার্ধ্যক্যজনিত কারণে ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় প্রচারের পর ভাঙ্গা বাজারের বনিক সমিতির ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ভাঙ্গা প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ আশেপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যু্কালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।হাজী মহিউদ্দিন বিশ্বাসের মেজো সন্তান ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস বলেন, আজ সোমবার যহুর বাদ ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় তার নামাজে জানাজা শেষে ঈদগাহ মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হবে।
দলমত নির্বিশেষে সকলের কাছে আমার বাবার জন্য দোয়া প্রার্থনা করছি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com