রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মালিগ্রাম বাজারে পেঁয়াজের দানা অঙ্কুরিত না হওয়াকে কেন্দ্র করে দুই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ৬টার দিকে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলো হিরালদী গ্রামের সাকিল মিয়া(২৬), মনির হোসেন (৩৫), হান্নান (২৬) মুলত এরা দাই গোষ্ঠী। আর সাউতিকান্দা গ্রামের সাজ্জাদ হাওলাদার (২৫), সরোয়ার মুন্সি (৪০)নামক
জানা গেছে, সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বরের কাছ থেকে পাশ্ববর্তী হীরালদী গ্রামের একাধিক কৃষক পেঁয়াজের দানা সংগ্রহ করে জমিতে রোপন করে। উক্ত দানা থেকে পেঁয়াজ অঙ্কুরিত না হওয়ায় কৃষকেরা মোস্তফা মাতুব্বর কে বিষয়টি অবগত করে। সে সময় মোস্তফা মাতুব্বর ও তার লোকজন কৃষকদের উপর চড়াও হয়ে কথা কাটাকাটি করে। আজ বৃহস্পতিবার ভোরে ঐ বিষয়টিকে কেন্দ্র করে মোস্তফা মাতুব্বরের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন হীরালদি গ্রামের কৃষকদের সহ মালিগ্ৰাম রেল ব্রিজের নিচের দোকানপাটে অতর্কিত হামলা চালায়। হিরালদি গ্ৰামবাসি কিছু বুঝে ওঠার আগেই হামলার শিকার হয়েছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান জানান যে, পেঁয়াজের দানা সংগ্রহকে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়।এ বিষয়ে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com