ভাঙ্গায় পৃথক স্থান থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার
মোঃ রিপন শেখ ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় আলোমতি (৬০) নামক এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল হক শেখের স্ত্রী। তাদের ৪ ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ভোরে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন আলোমতির ছেলে ফোরকান শেখের স্ত্রী আদুরী বেগম। তিনি ঘরের পিছনে বাঁশ বাগানে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার শাশুড়িকে দেখতে পান। তিনি চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে আসে । তারা ঝুলন্ত অবস্থায় তাকে নামায় এবং মৃত দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। তারা বলেন, তিনি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন।
অন্যদিকে, ভাঙ্গা থানা পুলিশ শনিবার এনি আক্তার (২২) নামক এক প্রতিবন্ধী নারীর লাশ ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তিনি ওই গ্রামের রনি ব্যাপারীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, এনি আক্তার গত ১৫ ই নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে তার লাশ বাড়ির সামনে একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ভাংগা থানা পুলিশ খবর পেয়ে শনিবার বিকেলে তার লাশ উদ্ধার করে। তিনি মৃগী রোগে ভুগছিলেন।
ভাংগা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই মহিলা মানসিক সমস্যায় ভুগছিলেন।এছাড়াও ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়া হাটি এলাকারএকটি পুকুর থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।লাশ টি পোস্টমর্টেমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com