ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে গ্যারেজ আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ
মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ ছিদ্দিক মোল্লার পুরানো সড়কে পাশে ভ্যান গ্যারেজটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার গভীর রাতে আগুনের ঘটনায় গ্যারেজটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,ওই গ্রামের ছিদ্দিক মোল্লা দীর্ঘদিন যাবত রাস্তার পাশে ভ্যান গ্যারেজ দিয়ে ভ্যান মেরামতের কাজ করে আসছিল। রাতের অন্ধকারে কে বা কারা গ্যারেজটিতে আগুন দেয়।এতে গ্যারেজটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ ঘটনায় অন্তত ৪ লক্ষ টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা এঁরা অভিযোগ করেন। ছিদ্দিক মোল্লার স্ত্রী শাহিন আরা বেগম জানান, ওই গ্রামের রাজ্জাক মোল্লা, রব মোল্লা গংদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। বর্তমানে আমাদের বাড়িতে কোন পুরুষ সদস্য নেই। এই সুযোগে আমাদের ক্ষতি করার জন্য প্রতিপক্ষ মহসিন,,শাহাদাত সহ বেশ কয়েকজন মিলে সংঘবদ্ধ হয়ে গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয়।
ক্ষতিগ্রস্ত করিম মোল্লার স্ত্রী সুমনা বেগম বলেন, তারা কয়েকদিন যাবৎ আমাদের হুমকি দিয়ে আসছে। তারা আমাদের বাড়িছাড়া করা নানা ধরনের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছে। তার ধারাবাহিকতায় আজকের এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
একই অভিযোগ করেন,ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মুকুলী বেগম। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের সাথে কোন যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি।