মোঃ রিপন শেখ ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক শাওন মিয়া (২০) ঘটনাস্থলেই নিহত হয। তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হয়েছে।
বুধবার(৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৬ টার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামের এমারত মিয়ার ছেলে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় শাওন মিয়ার ফুফাতো ভাই সজিব মিয়া(২৫) কে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবু নোমান জানান, একটু অজ্ঞাত বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শাওন মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা সজীব মিয়া গুরুতর আহত হয়েছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় মটর সাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। অজ্ঞাত পরিবহনটি সনাক্ত করার চেষ্টা চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com