ভাঙ্গায় নিখোঁজের পর খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় খাল থেকে ছরোয়ার সিকদার (৫৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকাল ৯ টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ছরোয়ার সিকদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের মৃত জমির সিকদারের ছেলে।
ভাঙ্গা থানা পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে খাবার খেয়ে ছরোয়ার শিকদার নিখোঁজ হয়। পারিবারিকভাবে পরদিন শুক্রবার (১ নভেম্বর) তাঁকে আত্মীয়-স্বজন বাড়ি খোঁজাখুঁজি করা হয়। শনিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয়রা চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের খালে মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে।লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ছরোয়ার সিকদারের মেয়ে শারমিন আক্তার বলেন, এলাকার লোকজন খালে মাছ ধরতে গেলে লাশটি দেখতে পায়। এরপর আমাদেরকে জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করি। এরপর বাবার লাশ খাল থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমার বাবা মাদকাসক্ত ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।হয়তোবা রাতে খালের সাঁকো পারাপারের সময় আমার বাবা পড়ে গিয়ে মারা গিয়েছেন।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত ) আবুল খায়ের শেখ জানান,চান্দ্রা ইউনিয়নের খালের ভিতরে ছরোয়ার শিকদার নামে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com