মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় তিন কেজি গাঁজা ও (৪০ পিস) ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার(২৬ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভাংগা থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানান, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মিরাকান্দা গ্রামের রোকন শরীফের মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে সালাউদ্দিন শেখ (২৫ ) এবং মামুন মোল্লাকে ( ২১ ) দেহ তল্লাশি করে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। মাদক কারবারিরা নীল রংয়ের স্কুল ব্যাগে সাদা কসটেপ দিয়ে ২ কেজি বেঁধে গাঁজা বহন করছিল।এবং অপরদিকে বাজার ব্যাগের মধ্যে ১ কেজি গাঁজার বহন করছিল।
অন্যদিকে, ভাংগা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের হবি শেখের বাড়ির সামনের কালভার্টের উপর থেকে শামসুল হক ওরফে পারভেজ ওরফে মুন্না (২৮) নামের এক মাদক ব্যবসায়ীর জিন্স প্যান্টের পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদু্র রহমান জানান, আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের ফরিদপুর জেল আদালতে প্রেরণ করা হয়েছে।এবং মাদকের এ বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।