রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় মো. নাইম মন্ডল (২০) নামক এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিলাধরচর মহল্লায়। তিনি ওই মহল্লার আমিনুল ইসলাম মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সন্ধ্যার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার আন্ডারপাস এলাকায় হয়েছে।
স্থানীয়রা জানায়, একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলে ভ্যান চালকের মৃত্যু হয়। কাভার্ড ভ্যান টি মূল সড়ক রেখে সার্ভিস রোড দিয়ে যাচ্ছিলো বলে স্থানীয়রা জানায়।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, কাভার্ড ভ্যানটি ভাঙ্গার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। ভ্যানটি বিপরীত দিক থেকে এসে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের ভিতর দিয়ে বের হওয়া মাত্রই কাভার্ড ভ্যানটি ভ্যান চালককে ধাক্কা দেয়। ভ্যানচালক রাস্তার উপর ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক মোঃ আব্দুল কাদের (৪০) ও হেল্পার আলমগীর (২৪) কে আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।