ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ,গড়বে আগামীর শুদ্ধতা"-স্লোগানকে সামনে রেখে ভাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস'২০২৪ উদযাপন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকাল দশটায় সময় ভাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির ভাঙ্গা উপজেলার সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ মোসায়েদ হোসেন ঢালী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেনের সঞ্চালনায় 'দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক' আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তানভীর আহমেদ জোবায়ের, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিয়া মোঃ এনায়েত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশরাফ হোসেন, নাগরিক কমিটির সুভাষ মন্ডল, ভাঙ্গা থানার উপ পরিদর্শক রাকিবুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com