মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় (৩০) নভেম্বর শনিবার পুলিশে একটি অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদকদ্রব্য গ্রেফতারি অভিযান ও মাদক উদ্ধার মামলা সহ পলাতক থাকার সিআর ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ৩ জন কে আটক করেছে ভাংগা থানার পুলিশ।
আটককৃতদের রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
আটকৃতরা আসামী হলেন,পৌর এলাকা পশ্চিম হাসামদিয়া, গ্রামে মৃত নাজিম চোকদার ছেলে মোঃ রাজীব চোকদার(২৮) ও পিরানপুর ০৩ নং ওয়ার্ড, গ্রামে মৃত হারুন মাতুব্বর ছেলে মোঃ সোহেল।এবং ফাজিলপুর গ্রামে মোঃ কুদ্দুস মিয়া,ছেলে এমদাদ মিয়া,নামক।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানায়,সিআর মাদক ও উদ্ধার মামলা ও ওয়ারেন্ট ভুক্ত মামলা সহ এদের কে রাতভর পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক মামলা সহ বিভিন্ন মামলার আসামী সহ অপরাধীদের আটক করা হয়েছে।এবং আটককৃতদের রবিবার সকালে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।