রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এলাকায় (৯)ডিসেম্বর সোমবার পুলিশে অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পলাতক থাকার সিআর ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ৪ জন কে আটক করেছে ভাংগা থানার পুলিশ।
আটককৃতদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।
আটকৃতরা হলেন,-ধর্মধী গ্রামের মৃত- আজিজ খান ছেলে ইসলাম খান(৫৫),আওয়ামীলীগের সক্রিয় কর্মী),মামলা নং-০৪(০৯)২৪)। ও পৌর ছিলাধরচর সদরদী গ্রামে মৃত সালাম শেখ ছেলে জাহিদ শেখ(৪২), এর মামলা এজাহার নং-১৩(১১)২৪।
ও শহিদুল হক লিটন (৫০), পিতা-করম আলী মিয়া, সাং-ভাংগা পৌরসভা ৪নং ওয়ার্ডে (সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ, যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ।ও -পূর্ব হাসানদিয়া,এর আমীর আলী ছেলে রাসেল শেখ,।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানায়,সিআর ওয়ারেন্ট ভুক্ত মামলা সহ এদের কে রাতভর পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামী সহ অপরাধীদের আটক করা হয়েছে।এবং আটককৃতদের মঙ্গলবার সকালে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com