এইচএম ফারুক, : মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত শহীদ ছাত্র-জনতার স্মরণে রাজশাহীর তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলার স্টল পরিদর্শন করেন তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি হামিদুর চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পাপ্পু কুমার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাহিম, আশরাফুল ইসলাম, নয়ন কুমার, কার্যনির্বাহী সদস্য এইচএম ফারুক, সামসুজোহা ও প্রভাষক রেজাউল ইসলাম।
এসময় তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের গর্বিত মহান বিজয় দিবস। আজকের এ মহান দিনে আমি সে সব শহীদ বীর সেনা ও জুলাই-২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আজকের এ দিনে আমি আরো গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভিক বীর শহিদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com