রাবি প্রতিনিধি:
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশিত হয়েছে। এতে প্রথমবারের মতো ডাটা সাবমিট করেই দেশের মধ্যে তৃতীয় ও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ১০৮১-১১০০ -এর মধ্যে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) তৃতীয়বারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
এ র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে ১০৮১-১১০০ এর মধ্যে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি। তিন বছর ধরে কিউএস কর্তৃপক্ষ এই র্যাঙ্কিং প্রকাশ করলেও গত বছরই প্রথম ডাটা সাবমিট করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে এ বছরের তালিকায় উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম।
র্যাঙ্কিংয়ে এবার তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫%, সামাজিক প্রভাব ৪৫% এবং শাসনগত প্রভাব ১০% ধরে এই মান নিরূপণ করা হয়েছে।
এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। ৬৩৪তম স্থান লাভ করে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৬৯০তম স্থান লাভ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান এবারও দ্বিতীয়। এ তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১১০১-১১২০, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১৪১-১১৬০ এর মধ্যে। এরপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩০১-১৩৫০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৫১-১৪০০, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ১৪০১-১৪৫০, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০০+। এবার ১৫০০+ এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম বলেন, এই র্যাঙ্কিংয়ে স্থান লাভ করতে গত বছরে ডাটা সাবমিট করা হয়েছিল। তাই এ বছরের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। আশা করছি সামনের বছরগুলোতে আমরা আরো ভালো করব।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com