মোঃ এনামুল হক, মোংলা
শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মের অনুসারীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা বিলাস হালদার।
মঙ্গলবার ২৪ ডিসেম্বর তিনি এ শুভেচ্ছা জানান।বিলাস হালদার বলেন, শুভ বড়দিন, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের শুভ জন্মদিন। হিংসা ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন যিশু খ্রিষ্ট।
সংযম ও পরম সহিষ্ণুতায় মানুষের হৃদয় জয় করেছেন। বলে গেছেন সাম্যের কথা। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন, যা আজও তার অনুসারীদের অনুপ্রাণিত করে।
তিনি আরো বলেন, এই দিনে সারা বিশ্বের সঙ্গে মোংলা উপজেলাসহ সকল খ্রিষ্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নির্দশন দৃশ্যমান হয় শুভ বড়দিনে। আমি বিশ্বাস করি, শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com