শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ফুটবল খেলায় প্রধান অতিথি না করায় বহিরাগতদের দিয়ে খেলোয়ার ও আয়োজকদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী দেওয়ানপাড়া এলাকায় গ্রামবাসীরা এ প্রতিবাদ সমাবেশ করেন।
অভিযুক্ত ওই নেতার নাম ডিজি রাব্বানী, তিনি কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে রয়েছেন বলে দাবী করেন।
অনুষ্ঠানের আয়োজক ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় একটি ফুটবল খেলার আয়োজন করেন। ওই খেলা প্রচারে লিফলেট বিএনপির সভাপতি দাবী করা নেতা ডিজি রাব্বানীকে প্রধান অতিথি না করায় আগের দিন গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বহিরাগত লোকজন ভাড়া করে এনে স্টেজ ভাঙচুর করে। এক পর্যায়ে খেলার আয়োজক নাজমুল (৩৫) ও জাহিদ (২৮) কে এলোপাথাড়ি মারধর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলাল উদ্দিন বলেন, ওই এলাকা থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। যারা কাজটা করেছে তারা ভালো করেনি। এটা আমদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে।অভিযোগের বিষয় নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগের তদন্ত করতে দেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com