নিয়ামতপুরে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন
নিয়ামতপুর ( নওগাঁ) প্রতিনিধি: ” ছাত্র শিক্ষক কৃষক ভাই – ইঁদুর দমনে সহযোগিতা চাই’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শামসুদ্দোহা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম প্রমুখ।