মোঃ রিপন শেখ ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
ঢাকা -ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় চিত্র নায়িকা পরিমনির প্রথম স্বামী ইসমাইল( ৩৩)হোসেন নিহত হয়েছেন।
শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসেওয়ের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেনের ছেলে। এছাড়া আহত হয়েছেন ইসমাইল হোসেনের সহযাত্রী মোঃ মনির হোসেন (৩০)। তিনি একই এলাকার বাবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল (রেজিঃ ভোলা-ল-১১-৪৫১৭) যোগে ঢাকায় ফিরছিলেন। রাত দেড়টার দিকে তাদের বহনকারী মোটরসাইকেলটি শিবচরের পাচ্চর এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় জনতা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে।
শিবচর হাইওয়ের থানার উপ-পরিদর্শক তমাল জানান,ঢাকা -ভাঙ্গা মহাসড়কের পাচ্চর নামক স্থানে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বামপাশের গার্ডরেলের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের চালক মোঃ ইসমাইল হোসেন এবং আরোহী মনির হোসেন গুরুতর জখম প্রাপ্ত হন।এদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com