নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় নাচোল জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে র্যালী শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিএনপির আহ্বায়ক এম. মজিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সুচি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সদস্য সচীব ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচীব গোলাম রাব্বানী, বিএনপি নেতা সাইফুল ইসলাম। এছাড়া পৌরসভা ও ৪টি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল ,যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ। বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। এই পট পরিবর্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অগ্রগতির পথে এগিয়ে যায়। ওই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। বক্তারা আরো বলেন, দেশ পুনরায় স্বাধীন হয়েছে। এই দেশ টাকে জাতীয়তাবাদীর দলের চেতনায় সুচারুভাবে সাজাতে হবে। এই জন্য আগামীতে বিএনপির হাতকে শক্তিশালী সকল ভেদাভেদ ভুলে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com