শাকিল হোসেন, কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ আজ মঙ্গলবার ২২অক্টোবর সকাল থেকে এই নবীনগর সাভার রুটে বাইপাল মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিক।পোশাক শ্রমিকদের আন্দোলন আজ সকাল থেকেই চলমান রয়েছে। আমরা এক পোশাক শ্রমিকের সাথে কথা বলে জানলাম তাদের বকেয়া বেতন সঠিক সময়ে তারা পায় না। পোশাক শ্রমিক আমাদের আরো জানাই তাদের ৩ মাসের বকেয় বেতন বাকি তাদের মালিক পক্ষথেকে সঠিক বেতন দেওয়ার সঠিক তারিখ কারখানার কর্তৃপক্ষ জানায়নি তাই মালিকপক্ষের প্রতি ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে সকল পোশাক শ্রমিক ।
এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ পথযাত্রী কারণ গন্তব্যস্থলে এই অবস্থায় পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এক পথচারী।তিনি আমাদের আরো জানান সকাল ৭টার সময় থেকে গাড়ির অপেক্ষায় তবুও গাড়ি পাইনি এক পথযাত্রী। মহাসড়ক অবরোধ ঠেকাতে ও ফ্যাক্টরি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অবস্থান করছে যাতে কল কারখানার কোন প্রকার ক্ষতি না করতে পারে পোশাক শ্রমিক। পোশাক শ্রমিকদের একটাই চাওয়া সঠিক সময় তারা বেতন চায়।