শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স এর যাত্রা শুরু হয়েছে।
২২ নভেম্বর ২০২৪, শুক্রবার সকাল ১০:৩০টায় নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব এ এফ এম হাসান আরিফ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান সৌদি রাষ্ট্রদূত,সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু’ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।
প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।তিনি উল্লেখ করেন নানাবিধ সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন ১টি আবাসন ব্যবস্থা, অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন ওয়ামি বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব ডা. মোহামাদ রেদওয়ানুর রহমান রাখেন।বক্তব্য পর্ব শেষে অতিথিগণ বেলুন উড়িয়ে নবনির্মিত ওয়ামি কমপ্লেঞ্জ জবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নির্মিতব্য হাসপাতাল ও স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ডিত্তিপ্রস্তর স্থাপন করেন।