এইচএম.ফারুক, নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর তানোর পৌরশহরের তানোর মহিলা ডিগ্রি কলেজ (চাপড়া) এর এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এতে কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও প্রভাষক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। স্বাগত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত বিদ্যুৎসাহী সদস্য ও সাংবাদিক মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জাইদুর রহমান জাহিদ প্রমুখ। এসময়ে তানোর মহিলা ডিগ্রি কলেজের (চাপড়া) শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com