তানোর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি হলেন সাঈদ -সম্পাদক সোহেল
এইচএম.ফারুক, তানোরঃ রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী তানোর প্রেসক্লাব এর দ্বীবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর বেলা ১১ঃ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাবে যোগ্যতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় সিনিয়র সাংবাদিক দৈনিক উত্তরা প্রতিদিনের প্রতিনিধি ইমরান হোসেনকে আহবায়ক ও আরো ২ জন যুগ্ম আহ্বায়ক করা হয়, আহ্বায়ক কমিটি ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং নির্বাচনী তফসিল ঘোষণা কর এবং তিন সদস্য বিশিষ্য নির্বাচন কমিশন গঠন করে যার প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হান্নান । এহেন পরিস্থিতিতে সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ অক্টোবর/২০২৪ ইং তারিখ রোজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অত্র ক্লাব কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি ও সেক্রেটারী পদে দুইজন করে প্রার্থী অংশগ্রহণ করেছেন। তাদের মাঝে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রতিক বরাদ্দ দেয়া হয়। এতে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অত্র ক্লাব কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ৫ অক্টোবর ২৪ ইং তারিখে ১১ঃ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোটের মোট ভোটার সংখ্যা ১২ জনের মধ্য ১১ টি ভোট সংগ্রহ করে নির্বাচন কমিশন।
ভোট গ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান ফলাফল ঘোষণা করেন।
দ্বীবার্ষিক তানোর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে ২ প্রার্থী লড়েন যাঁরা হলেন সিনিয়র সাংবাদিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মোঃ লুৎফর রহমান চেয়ার প্রতিকে ও সিনিয়র সাংবাদিক সোনালী সংবাদ পত্রিকার প্রতিনিধি সাঈদ সাজু কলম প্রতিকে। এতে সাঈদ সাজু কলম প্রতিকে ৬ ভোটে নির্বাচিত ঘোষণা করেন। অপর পদের দ্বীবার্ষিক তানোর প্রেসক্লাব নির্বাচনে সাধারন- সম্পাদক পদে ২ প্রার্থী লড়েন যাঁরা হলেন সিনিয়র সাংবাদিক দৈনিক সানসাইন পত্রিকার প্রতিনিধি মোঃ টিপু সুলতান মোবাইল প্রতিকে এবং প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মো দেলোয়ার হোসেন সোহেল ক্যামেরা প্রতীকে। এতে দেলোয়ার হোসেন সোহেল ক্যামেরা প্রতিকে ৮ ভোটে নির্বাচিত ঘোষণা করেন।
দ্বীবার্ষিক তানোর প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে বিরাজ করে এবং তানোরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও সুধীজন নির্বাচনের আনন্দে মুখরিত ছিল তানোর প্রেসক্লাব। নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছে তানোর কর্মরত সংবাদ সংবাদকর্মী ও প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ।