তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতিওসাধারণ সম্পাদকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে ।
শনিবার এক জরুরি সভায় তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে, রাজশাহী জেলার তানোর উপজেলায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেনওসম্পাদক মিজানুর রহমান মিজান পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার গ্রহণ করা হয়।
উপহার গ্রহণের সময় উপস্থিত ব্যক্তিরা ক্লাবের কার্যক্রম এবং তানোর অঞ্চলের সাংবাদিকতার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সভাপতি বকুল হোসেন বলেন, “রিপোর্টার্স ক্লাবের লক্ষ্য হলো এলাকার প্রকৃত খবর জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সঠিক সাংবাদিকতার চর্চা নিশ্চিত করা।”
উক্ত অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন।
এ ধরনের আয়োজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং একাত্মতা বৃদ্ধি করবে বলে মনে করেন উপস্থিত সকলে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com