তানোরে সাবেক মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাঈদ সাজু, নিজস্ব প্রতিবেদকঃ সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনুল হক স্নৃতি ২দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১ম দিনে মুন্ডমালা ময়েনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল শরিফ উদ্দিনের অনুপস্থিতিতে উক্ত খেলার উদ্বোধন করেন খেলার আয়োজক কমিটির সভাপতি মুণ্ডমালা পৌর সভার ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুণ্ডমালা পৌর বিএনপির সভাপতি আজাহার আলী মাষ্টার, মুণ্ডমালা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম রেজা, মুণ্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, মুণ্ডমালা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামূল হক ও আব্দুর রহিম।
রাজশাহী জেলা যুবদর সদস্য বদিউজ্জামাল জুয়েল, বাধাইড় ইউপির সাবেক সাবেক সদস্য আলহাজ মফিজ উদ্দিন, মুণ্ডমালা পৌর যুবদর আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম মাষ্টার, সদস্য সচিব আবু বাক্কার, মুণ্ডমালা পৌর ছাত্রদল আহবায়ক আজিম উদ্দীন প্রমুখ।
জামিউর রহমান (পপেল), রেজাউল করিম রুবেল, শরিফ, এমরাম, টুটিুল ও জিযাউর রহমানের সার্বক তত্বাবধানে ২দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ২দিন ব্যাপি মোট ১৬টিমের মধ্যে উক্ত ফুটবল টুর্ণামেন্টের আজ (গতকাল) শুক্রবার ১ম প্রথম দিনে ৮টি টিমের মধ্য খেলা অনুষ্ঠিত হয়। (আগামী কাল) আজ শনিবার ২য়দিন ৮টি টিমের খেলা শেষে ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com