সাইদ সাজু, (নিজস্ব প্রতিবেদক) তানোর,
মঙ্গলবার বিকালে রাজশাহীর তানোরে লালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল শরিফ উদ্দিন।
ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও তানোর উপজেলা যুবদল সাবেক সাধারন সম্পাদক শরিক উদ্দীন মুন্সী ও তালন্দ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।
তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, গোদাগাড়ী পৌর যুবদল সভাপতি বিপ্লব, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা।
বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, বিএনপি নেতা নুরুল ইসলাম, রেজানুল ইসলাম রেজা, ইয়াসিন আলীসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শরিফ উদ্দিন বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচন গণতান্ত্রিক উপায়ের দেশ পরিচালনার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানান। বিএনপিকে ক্ষমতায় আনতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।