1. admin@dainiksangbadpatradigital.com : admin : HM Faruk
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তিঃ
পরীক্ষামূলক সম্প্রচারঃ তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত।  বিশেষ সতর্কীকরণ - "দৈনিক সংবাদপত্র ডিজিটাল " পত্রিকায় প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ★★দৈনিক সংবাদপত্র ডিজিটাল অনলাইন পত্রিকায় তরুণ ও প্রযুক্তিগত জ্ঞানী আগ্রহী সংবাদকর্মী নিয়োগ চলছে...★ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সম্মান /স্নাতক পাস। এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বেতন / ভাতা আলোচনা সাপেক্ষ্য। ★★ সিভি ইমেইল করতে টার্চ করুন
শিরোনামঃ
রাজশাহীর মোহনপুর বিএনপির সম্মেলন সভাপতি মুন,সম্পাদক মাহাবুর যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠিত আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে সাময়িক অব্যাহতি সিরাজগঞ্জে আর্মি ক্যাম্পে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে তদবির করতে এসে সেনা সদস্যদের কাছে আটক শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করে গেছে-হাসান মাহমুদ টুকু ভাঙ্গায় অজ্ঞাত মামলা ডাকাতি মূল রহস্য উদঘাটন সহ ৭ ডাকাত আটক ৪টি পিকআপ উদ্ধার কালিয়াকৈরে চাঁদাবাজির দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ জন নগরকান্দা বিট কমিউনিটি পুলিশিং আলোচনা সভায় অনুষ্ঠিত ! ক্রন্দসী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত কালিয়াকৈরে আইডিয়াল বই মেলায় বাবার চশমা বইয়ের মোড়ক উন্মোচন

টপ প্রতিটি পাতা বিজ্ঞাপন

তানোরে মৎস্যচাষের মটরে অবৈধ সেচ বাণিজ্যে 

দৈনিক সংবাদপত্র ডিজিটাল ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১ ৯বার পঠিত

বিশেষ  প্রতিবেদক,তানোরঃ
রাজশাহীর তানোরে মৎস্যচাষের মটরে অবৈধ সেচ বাণিজ্যে কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।অবৈধ সেচ বাণিজ্যে বন্ধে,এ মটরের সংযোগ বিচ্ছিন্ন করা না হলে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে গ্রামবাসি শঙ্কিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন গ্রামের আওয়ামী মতাদর্শী ইউসুফ আলী সৈনিক লীগ নেতা সাদেকুল ইসলামের ভাই। তিনি মিথ্যা তথ্য দিয়ে শিবপুর মৌজায় পুকুর পাড়ে মৎস্যচাষের নামে মিনি ডিপ স্থাপন করেছেন। কিন্ত্ত রাজনৈতিক প্রভাববিস্তার করে পুকুরে পানি না দিয়ে। সেচ নীতিমালা লঙ্ঘন করে বিএমডিএর গভীর নলকুপের  কমান্ড এরিয়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে  তিনি সেচ বাণিজ্যে করছেন। ব্যক্তিগত মটর হওয়ায় তিনি সেচ নীতিমালা লঙ্ঘন করে নিজের ইচ্ছেমতো উচ্চমুল্যে সেচ চার্জ আদায় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, ড্রেন মেরামত, ভোল্টেজ বাড়ানো নানা অজুহাতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এছাড়াও কৃষকের জমি তিনি ফড়িয়া আলু চাষিদের কাছে ইজারা দিয়েও টাকা নয়ছয় করছেন।

এতে কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।তবে কেউ কোনো প্রতিবাদ করতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি নৌকার পক্ষে ভোট দিতে কৃষকদের বাধ্য করেছে। যারা নৌকায় ভোট দিবেন না তাদের জমিতে সেচ দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। ফলে কৃষকেরা বাধ্য হয়ে নৌকার পক্ষে ভোট দিয়েছেন।
স্থানীয়রা জানান তানোর পল্লী বিদ্যুৎ যথারীতি এসব অবৈধ মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে জরিমানার নামে বাণিজ্য করছে। অথচ সেচ নীতিমলা অনুয়ায়ী সেচ কমিটির অনুমোদন ব্যতিত যেকোনো মটর থেকে কৃষি জমিতে সেচ দেয়া হলে সেই মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা।কিন্ত্ত অজ্ঞাত কারণে পল্লী বিদ্যুৎ সমিতি নিরব রয়েছে।কিন্ত্ত মোহাম্মদপুর মৌজায় পুকুর থেকে স্যালোমেশিন দ্বারা আলুখেতে সেচ দেয়া বন্ধ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ, এমনকি একারণে মৎস্য চাষের মটরের সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয়া হয়েছে বলে জানান কৃষক নমির উদ্দিন। পল্লী বিদ্যুতের এমন দ্বিমুখী নীতিতে সাধারণ কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এদিকে এসব অবৈধ মটরের কারণে বিএমডিএ’র অধিকাংশ গভীর নলকুপ লেয়ার ফেল করে অকেজো হয়ে পড়েছে। এব্যাপারে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ মটর স্থাপনের কোনো সুযোগ নাই আর বিদ্যুৎ সংযোগ দেয়ার তো প্রশ্নই আসে না। এব্যাপারে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি তানোর এরিয়া ম্যানেজার (ডিজিএম) জহুরুল ইসলাম  বলেন, সেচ কমিটির অনুমোদিত মটর ব্যতিত  অন্য মটর থেকে কৃষি জমিতে সেচ দেয়ার নিয়ম নাই। তিনি বলেন, কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। এবিষয়ে মটর মালিক ইউসুফ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তিনি বলেন,তানোরে অসংখ্য মৎস্য চাষের মটর থেকে সেচ দেয়া হচ্ছে,এটা পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানেন।

আ/হো/তা-১০১২২৪

Facebook Comments Box

আইন বিষয়ে সহায়তাঃ ০১৭০৩-৮৭১৭৫৭

এই ক্যাটাগরির আরও খবর

অগ্রীম ভর্তি চলছে…..

ফেসবুকে আমাদের পড়ুন ও শেয়ার করুন

error: Content is protected !!