তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
কৃষিযন্ত্র বিলে না নামতে পারায় পতিত রয়েছে শত শত একর জমি। রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে অবৈধ ভাবে ক্ষমতার দাপটে আবাদী ৩ ফসলী জমি ও শত বছরের বিলকুমারী বিলের রাস্তা ও বর্ষার পানি নামার রাস্তা বন্ধ করে পুকুর খনন করে এবং সরকারি এইচবিবি রাস্তা দখল করে পুকুরের পাহাড়ী নির্মান করেছে কামারগাঁ দক্ষিণ পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র মাইনুল ইসলাম হিটলু গং। এতে গ্রামবাসীদের অবোরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। ফলে বিলকুমারী বিলে চাষাবাদ করতে না পারায় ও গ্রামের বর্ষার পানি নিষ্কাসনে না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে গ্রামবাসী। এ বিষয়ে গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা করছে অভিযুক্ত মাইনুল ইসলাম হিটলু গং।
এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট গ্রামবাসীর(৫০-৬০ জন) স্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীর পক্ষে মো নুরুন নবী খোকন। লিখিত অভিযোগে গ্রামবাসি বলেন আমরা নিম্ন স্বাক্ষর কারী, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের কামারগাঁ দক্ষিণ পাড়ার স্থায়ী বাসিন্দা। মর্মে অভিযোগ করছি যে, ১। মোঃ মাইনুল ইসলাম হেটলু, পিতা: মৃত- সিরাজুল ইসলাম, ২। মোছাঃ নাজনীন আক্তার, ৩। মোছাঃ ফিরোজা আক্তার উভয়ের পিতা: নজরুল ইসলাম, গ্রাম: কামারগাঁ দক্ষিণ পাড়া, ডাকঘর: কামারগাঁ, উপজেলা: তানোর, জেলা: রাজশাহী গং গত ২৬ জুন ২০২৪ ইং তারিখে অবৈধ ভাবে ক্ষমতার দাপটে আবাদী ৩ ফসলী জমি ও শত বছরের বিলকুমারী বিলের রাস্তা ও বর্ষার পানি নামার রাস্তা বন্ধ করে পুকুর খনন করে এবং সরকারি এইচবিবি রাস্তা দখল করে পুকুরের পাহাড়ী নির্মান করে।
এতে গ্রামবাসী বাঁধা দিলে তারা মিথ্যা মামলা ও বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে এবং বলে পুকুর কাটার পরে বিলকুমারী বিলের রাস্তা বের করে দেওয়া হবে। কিন্তু পুকুর খনন শেষে রাতের আধারে বিলকুমারী বিলের রাস্তা ও পানি নামার রাস্তা বের না করেই কাটা তারের ব্যাড়া ও গাছ লাগিয়ে দিয়ে সমস্ত এলাকা ঘিরে ফেলে। ফলে গ্রাম বাসীর বিলকুমারীর বিলে নামার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবছর বোরো ফসল চাষে নামতে ও রোপনকৃত ধান ঘরে তুলতে পারছে না গ্রামবাসী এবং পানি নিষ্কাসনের রাস্তা বন্ধ হওয়াতে কবরস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করতে একাধীকবার বসলেও তার কোন সমাধান অভিযুক্তরা মানেনি। পরে একাধীক মামলা ও নির্যাতন মূলক কর্মকান্ড করে নিরীহ সর্বসাধারণকে হেনস্থা করছে মাইনুল ইসলাম হিটলু।
অতএব, জনাব নিরুপাই হইয়া আমরা আপনার দারস্ত হইলাম। বিষয়টি অতিব দ্রুত সমাধান না করিলে প্রায় ১০০০ বিঘা জমি অনাবাদি হওয়ার সঙ্কা রয়েছে।
মাইনুল ইসলাম হিটলুর এহেন কর্মকান্ডে তার বিচার দাবি করেছেন এলাকা বাসী। মাইনুল ইসলাম হিটলু বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় অবৈধ পুকুর খননের রাজত্ব চালায়। আবাসিক এলাকায় জোর পুর্বক পুকুর খননের মুল হুতা ছিলেন এই হিটলু। স্বৈরাচারী সরকার পতনের পরে টাকার বিনিময়ে এখনো সাধারণ মানুষকে মামলা হামলা করে সাধারণ মানুষ কে হেনস্থা করে যাচ্ছেন তিনি।
এবিষয়ে কামারগাঁ গ্রামের মুনসুর আলী বলেন, পুকুর কাটার সময় রাস্তা ও পানি নামার বিষয়ে মাইনুল ইসলাম হিটলু গং কে বলতে গেলে উত্তেজিত বলেন সময় মত রাস্তা দেয়া হবে। কিন্তু পুকুর খননের পরে সকল রাস্তা ঘাট কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। ফলে পাওয়ার ও ধান মাড়াইের ম্যাসিন নিয়ে আসা সম্ভব না। বিলের প্রায় ৪-৫শ বিঘা জমির ধান এ রাস্তা দিয়ে ঘরে তুলতো। যা এখন বন্ধ। গ্রামবাসী রাস্তা চাই।
রোকেয়া নামের এক মহিলা বলেন, পুরো গ্রামের রাস্তা বন্ধ করে হিটলু। স্থানীয় ভাবে একাধীক বার সালিশ হলেও সে রাস্তা বন্ধ করে রেখেছে। মামলা বাজ হিটলু গ্রামের নিরহ মানুষদের নামে একাধীক মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করছে।
এবিষয়ে অভিযুক্ত মাইনুল ইসলাম হিটলু গং এর মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com