আলিফ হোসেন, তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর তানোরে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। গত ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিনের সভাপতিত্ব উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাশতুরা আমিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাকপ্রমুখ।এদিকে সভায় উপস্থিত আমন্ত্রিতরা নাস্তা (খাবার) না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।এসময় খাবার নিয়ে ব্যাপক হৈচৈ হয়েছে। সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত উপস্থিত বিভিন্ন সমিতির প্রতিনিধিরা নাস্তা পাইনি। এনিয়ে সমালোচনার ঝড় বইছে। এবিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন বলেন, তারা ৫০ জনের নাস্তার ব্যবস্থা করেছিলেন।কিন্ত্ত বাইরে লোকজন বেশী হওয়ায় নাস্তার সংকট হয়েছে।