বিশেষ প্রতিনিধি, তানোরঃ
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের(ইউপি)কচুয়া মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।এঘটনায় বিবাদমান দু'পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ৮ ডিসেম্বর রোববার অপারেটর জিয়াউর রহমান জিয়া বাদি হয়ে রুবেল হোসেনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিএমডিএর সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৮০, কচুয়া মৌজার ৪৮৯ দাগে বিএমডিএর গভীর নলকুপ রয়েছে। অপারেটর জিয়া দীর্ঘ প্রায় ১৫ বছর শান্তিপূর্ণভাবে গভীর নলকুপ পরিচালনা করে আসছেন।
কিন্ত্ত সম্প্রতি কচুয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র রুবেল আলীগত দলবল নিয়ে গভীর নলকুপ জবরদখল করে আলুখেতে পানি সেচ বন্ধ করে দিয়েছে।
অপারেটর জিয়া গভীর নলকুপে গেলে তাকে জানে মেরা ফেলা হবে বলে হুমকি দিচ্ছে।ফলে সে গভীর নলকুপে যেতে পারছেন না।এতে কৃষকেরা সেচ দিতে না পেরে ফসলহানির আশঙ্কায় শঙ্কিত
হয়ে পড়েছে।
স্থানীয় কৃষকেরা গভীর নলকুপ অবৈধ দখল মুক্ত করার দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে রুবেল আলী বলেন,গত ৫ আগস্টের পর অপারেটর আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া গভীর বন্ধ রেখে আত্মগোপন করে। তিনি বলেন, প্রজেক্টের আলুচাষিদের কাছে থেকে বিঘা প্রতি ২৪ হাজার টাকা নিয়ে জমির মালিকদের মাত্র ১৮ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন জিয়া। এতে কৃষকেরা বিপাকে পড়েন।কৃষকদের অনুরোধ ও সহায়তায় তিনি গভীর নলকুপ চালু করেছেন।তিনি বলেন, কৃষকদের মাধ্যমে সমিতি করে গভীর নলকুপ পরিচালনা করা হবে। এবিষয়ে অপারেটর জিয়াউর রহমান জিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেল আলী মাদকাসক্ত, সে গভীর নলকুপের ঘর মাদকের আখড়ায় পরিণত করেছে, স্কীমের কোনো কৃষক তার পক্ষে নাই, সে জোরপুর্বক গভীর নলকুপ জবরদখল করেছে।এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com