শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় বক্তারপুর গ্রামে জাহিদুল ইসলামের বাড়িতে সোমবার রাত ২ টায় আনুমানিক সময় ঘরে ডুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র ।
জাহিদুল ইসলাম ও তার পরিবার এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর এলাকায় সোমবার রাত ২টায় আনুমানিক সময় ঘটনাটি ঘটে। রেল রাস্তার সংলগ্ন জাহিদুল ইসলামের বাড়ি সেখানে নির্জন এলাকা তাি সুযোগ পেয়ে পরিবারের লোকজনকে নেশা জাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে রাখে চোর চক্রের ১ জন সদস্য। রাতের খাবার শেষে ঘুমিয়ে যায় সবাই অচেতন হয়ে যায়। পরে রাতে ঘরের দরজা কৌশলে খুলে ভিতরে ঢুকে কাঠের আলমারির ডয়ার থেকে পাঁচ ভরি স্বর্ণ ও সাত ভরি রুপা ৫২হাজার টাকা ও দুটি মোবাইল সেট চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্য।
জাহিদুল ইসলাম ও তার পরিবার মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়িতে লকার ওয়ারড্রব সহ বিভিন্ন জায়গায় এলোমেলো পরে দেখতে পায়। পরে তাদের ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা ও ২টি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ ঘটনায় বাড়ির মালিক জাহিদুল ইসলাম একটি বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
ওই বাড়ির মালিক জাহিদুল ইসলাম জানান, রাতে খাবারের কিছুক্ষণ পর শরীরটা ঝিমাতে থাকে এবং বাড়ির সকল সদস্যরা অচেতন হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার ঘরের পাঁচ ভরি স্বর্ণ ও সাত ভরি নগদ ৫২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার (এসআই) আবুল কালাম আজাদ জানান, চুরির ঘটনা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com