মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
রাজশাহী জেলার চারঘাট থানার বাসুদেবপুর গ্রাম থেকে ভোর ৪টা ২০ মিনিটে একজন মাদক ব্যাবসায়ীকে ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফারুক হোসেন (৩২) রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) কামরুজ্জামান ও ফোর্স-সহ বুধবার রাত সোয়া ৩ টার দিকে চারঘাট মডেল থানার নন্দনগাছি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামস্থ ফারুক হোসেন এর বসবাড়ির মধ্যে অবৈধ গাঁজার গাছ উৎপাদন, চাষাবাদ ও পরিচর্যা করছে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) কামরুজ্জামান ও ফোর্সসহ বুধবার ভোরে অভিযান পরিচালনা করে অবৈধ ২টি কাঁচা তাজা বড় গাঁজার গাছ মুলকা, ডালপালাসহ ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ফারুক হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অভিযুক্ত ফারুক হোসেনের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।